Awffve‡Ki Rb¨ wb‡`©wkKv t
১. প্রতিদিন ডায়েরির সংশ্লিষ্ট পৃষ্ঠা অবশ্যই দেখবেন এবং মন্তব্যসহ (যদি থাকে) স্বাক্ষর করবেন। অতিরিক্ত তথ্যাদি জানার জন্য ছুটির পরপরই সংশ্লিষ্ট শিক্ষক/শিক্ষিকার সঙ্গে সাক্ষাৎ করবেন।
২. আপনার কন্যা/পোষ্যর বিদ্যালয়ে উপস্থিতির হার অবশ্যই মোট কার্যদিবসের ৮০% হতে হবে। অন্যথায় পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না এবং তাকে ঠিক সময়ে বিদ্যালয়ে পৌঁছানো এবং নিয়ে যাওয়ার দায়িত্ব আপনারই।
৩. পরপর দুইটি পরীক্ষায় অকৃতকার্য হলে ছাড়পত্র দেয়া হবে। এছাড়া সকল পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক এবং প্রমোশনের জন্য কোন সুপারিশ গ্রহণযোগ্য হবে না।
৪. সকল পরীক্ষার মূল্যায়নপত্র সরাসরি অভিভাবক গ্রহণ করবেন। ফলাফলপত্রে প্রদত্ত নম্বর পরিবর্তন, ঘষামাজা, শিক্ষকের বা অভিভাবকের স্বাক্ষর নকল, পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন করলে বা আপত্তিকর আচরণ করলে বাধ্যতামূলক ছাড়পত্র ****ভাগ করে ক্লাস গ্রহণ করা হয়
৫. শ্রেণী
পরীক্ষা ও
সাময়িক পরীক্ষার
উত্তরপত্র সংশ্লিষ্ট
শিক্ষক/শিক্ষিকার
উপস্থিতিতে দেখা
যাবে।
৬. নতুন
শিক্ষা বছরের
১৫ তারিখের
মধ্যে ছাত্রীর
নাম হাজিরা
খাতায় না
উঠালে তাকে
বিদ্যালয়ের ছাত্রী
বলে গণ্য
জরুরী কারণে
ছুটি দরকার
হলে পিতা/মাতার ব্যক্তিগত উপস্থিতি অত্যাবশ্যক।
৮. আপনার
মেয়ে/পোষ্যকে
অবশ্যই শ্রেণী
সমাবেশ শুরু
হবার পূর্বে
অর্থাৎ ক্লাস
শুরু হবার
কমপক্ষে ১৫
(পনের) মিনিট
পূর্বেই বিদ্যালয়ে
পৌঁছানোর ব্যবস্থা
করবেন। ক্লাস শুরু হবার পর বিদ্যালয়
প্রাঙ্গণে কোন
ছাত্রীকে ঢুকতে
দেয়া হবে
না।
৯. সকল
বিষয়ে বিদ্যালয়
কর্তৃপক্ষের সিদ্ধান্তই
চূড়ান্ত বলে
গণ্য হবে।
১০. বিদ্যালয়ের
সকল সহ-শিক্ষাক্রমিক কার্যক্রমে যোগদান সকল ছাত্রীর জন্য বাধ্যতামূলক।
১১. কর্তৃপক্ষের
অনুমতি সাপেক্ষে
শুধু অভিভাবকগণ
তাদের জন্য
নির্ধারিত স্থানে
অবস্থান করতে
পারবেন। তবে কোন ক্রমেই
বিদ্যালয়ের সার্বিক
স্বার্থের পরিপন্থী
কার্যকলাপ গ্রহণযোগ্য
হবে না।
১২. টিফিন
খাওয়ানোর জন্য
কোন ছাত্রীর
কাছে যাওয়া
যাবে না। বাসা থেকে
পূর্বাহ্ণেই টিফিন
সরবরাহ করবেন।
১৩. আপনার
কোন বক্তব্য/উপদেশ থাকলে তা ডায়েরিতে লিখে
শ্রেণী শিক্ষক/বিষয় শিক্ষককে অবহিত
করতে পারেন।
১৪. G.P.A. ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে।
AwffveK mfv t
AwffveK
mfvq QvÎx‡`i †jLvcovi gvb I cixÿvi djvd‡ji DbœwZi Rb¨ AwffveKe„›` wbR wbR gZvgZ
e¨³, cÖ‡kœvËi,civgk© cÖ`vb BZ¨vw` Ki‡Z cv‡ib| cÖwZôv‡bi †h †Kvb ¸iæZ¡c~Y© Z_¨,
wbqgvejxI †h‡Kvb Kvh©µg AwffveKMY‡K Gm.Gg.Gm Gi gva¨‡g wbqwgZ Rvbv‡bv nq|