ছাত্রীদের আচরণ-বিধি ও বিশেষ নির্দেশাবলী .
স্কুলের নিয়ম-শৃঙ্খলা
এবং ছাত্রীদের আচরণঃ
১. স্কুলে যথাসময়ে উপস্থিত হওয়া,
লাইব্রেরি ও ল্যাবরেটরিতে শিক্ষা সংক্রান্ত কাজে মনোযোগ দেওয়া ও নীরবতা পালন,
পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখা প্রতিটি ছাত্রীর জন্য বাধ্যতামূলক।
২. ক্লাস চলাকালীন সময়ে কোন ছাত্রী শ্রেণীকক্ষের বারান্দায়, মাঠে বা ক্যান্টিনের সামনে ঘোরা-ঘুরি করতে পারবে না।
৩. কোন ছাত্রী প্রশাসনিক ভবনের সামনের অংশ থেকে প্রধান ফটক পর্যন্ত স্থানে অযথা ঘোরাফেরা করতে বা দাঁড়িয়ে থাকতে পারবে না।
৪. পিতামাতা কিংবা ভর্তি ফরম অনুযায়ী আইনানুগ অভিভাবক ছাড়া ছাত্রীরা অন্য কারো সঙ্গে স্কুল প্রাঙ্গণে সাক্ষাৎ করতে পারবে না।
৫. স্কুলে কোন ছাত্রী অনুপস্থিত থাকতে পারবে না। বিশেষ কারণে যদি কখনও অনুপস্থিত থাকতে হয় তবে হাজির হওয়ার দিনই অনুপস্থিতির কারণ বর্ণনা করে অভিভাবকের প্রতিস্বাক্ষর সম্বলিত আবেদনপত্র জমা দিতে হবে। অন্যথায় ক্লাস করার অনুমতি দেওয়া হবে না।
৬. স্কুলের যাবতীয় সম্পদ পবিত্র আমানতরূপে গণ্য করতে এবং এগুলোর সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে।
৭. প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষ ও প্রাঙ্গণ যেন অপরিচ্ছন্ন না হয়,
সে ব্যাপারে ছাত্রীদের সতর্ক থাকতে হবে।
৮. কোনও গাছ ধ্বংস করা বা বাগানের ফুল ছেঁড়া যাবে না।
৯. ছাত্রীর বর্তমান ঠিকানা পরিবর্তন হলে সঙ্গে সঙ্গে তা ক্লাস টীচারের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে হবে।
১০. স্কুল ছুটির আধ-ঘণ্টার মধ্যে আইনসঙ্গত অভিভাবকের সঙ্গে স্কুল প্রাঙ্গণ ত্যাগ করতে হবে।
১১. প্রতিটি ছাত্রীর আচরণ ভদ্র,
নম্র ও ছাত্রীসুলভ হতে হবে।
১২. কোন ছাত্রী বাইরে দোকানে যেতে পারবে না বা গেটের সামনে ফেরিওয়ালার কাছ থেকে খাবার কিনে খেতে পারবে না।